ফাইল ছবি
জয়পুরহাটে সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন মোল্লাসহ ৩ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব। ছাত্র-জনতার আন্দোলনের সময় কলেজ ছাত্র মিলকুলকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় রয়েছে তাদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব-৫।
গ্রেফতারকৃতরা হলেন- সাবেক পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়পুরহাট পৌর এলাকার সাজেব পাড়া মহল্লার নান্নু মোল্লার ছেলে মো. জাকির হোসেন মোল্লা (৩৮), সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মাসুদ রানা (৪২), চকশ্যাম গ্রামের আবু হোসেনের ছেলে মো. আলম হোসেন (৪৬) ও চক গোপাল গ্রামের বেলাল উদ্দিনের ছেলে মো. আবু জাফর জনি (৪২)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট ছাত্র আন্দোলনে শহরের বাটার মোড় এলাকায় হামলায় ডান চোখে গুলিবিদ্ধ হন মিনকুল হোসেন। সে জয়পুরহাট বিজনেস ম্যানেজমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ওই ঘটনায় গেল ১০ সেপ্টেম্বর মিলকুল বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় স্থানীয় সাবেক এমপি হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও এমপি সামছুল আলম দুদুসহ ৩২৮ জনের নাম উল্লেখ এবং ৩০০-৩৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
মেজর আসিফ আল-রাজেক আরও জানান, নাশকতা সৃষ্টিকারী সিন্ডিকেটের অন্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
আপন দেশ/মাসুম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।