ছবি: আপন দেশ
টাঙ্গাইল সদর উপজেলার বটতলায় মুক্তিযোদ্ধা ইব্রাহীম মিয়া (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার গ্রামের বাড়ি বাসাইল উপজেলার নেধার গ্রামে।
সোমবার (৭ অক্টোবর) শহরের বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা সম্পন্ন হয়।
তাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়। জানাযা শেষে তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
টাঙ্গাইল জেলা পুলিশ লাইন্সের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কয়েকজন মুক্তিযোদ্ধাসহ অন্যান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম মিয়া তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মরহুম মো. ইব্রাহীম মিয়া দুই ছেলে ও এক কন্যা রয়েছেন। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে কাদেরীয়া বাহিনীর একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন।
আপন দেশ/কেএইচ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।