Apan Desh | আপন দেশ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গুলি, আহত ৫

গাজিপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৬, ৭ অক্টোবর ২০২৪

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গুলি, আহত ৫

গাজীপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত যুবককে হাসপাতালে নেয়া হচ্ছে।

গাজীপুরে শহরে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে বিএনপির দুই নেতা গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ মনিরুল ইসলাম সাগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। 

সোমবার (৭ অক্টোবর) দুপুরে শহরের কৃপাময়ী কেন্দ্রীয় কালীমন্দিরে আলোচনা সভা ও উপহার বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিএনপির স্থানীয় সৌরভ গ্রুপের সঙ্গে যুবদলের মনিরুল ইসলাম সাগর গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে সফিকুল ইসলাম টিটুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। এছাড়া গুলিবিদ্ধ হন সাগর।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এ বিষয়ে জানান, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের বিষয়ে তিনি শুনেছেন। জড়িতদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) রাহেদুল ইসলাম জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। আহত আরেকজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়