Apan Desh | আপন দেশ

প্রতিমা ভাঙচুরের ঘটনায় যুবলীগকর্মী গ্রেফতার

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৩১, ৮ অক্টোবর ২০২৪

প্রতিমা ভাঙচুরের ঘটনায় যুবলীগকর্মী গ্রেফতার

ফাইল ছবি

পাবনায় দুর্গা মণ্ডপের প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক যুবলীগকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু (৩৪)।

সোমবার (৮ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টির নিশ্চিত করেছেন পাবনা পুলিশ সুপার মো. মোরতাজা আলী খান।

মোরতাজা আলী জানান, রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় রোববার ( ৬ অক্টোবর) বাচ্চুকে গ্রেফতার করা হয়। সে সুজানগর এনএ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়নের ভাই।

এর আগে গত মঙ্গলবার (১ অকেক্টাবর) রাতে পৌরসভার মানিকদীর পালপাড়া এবং এর ৩ দিন আগে পৌরসভার নীশিপাড়া দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পর মানিকদীর (পালপাড়া) মন্দির কমিটির সভাপতি শ্রী বিজন কুমার পাল বাদী হয়ে সুজানগর থানায় একটি মামলা করেন।

পুলিশ সুপার বলেন আরও বলেন, গ্রেফতার যুবলীগকর্মী মো.বাচ্চু আলমগীর ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়