আপন দেশ
মানিকগঞ্জের সাটুরিয়ায় ক্রিয়েটিভ সোস্যাল ডেভেলপমেন্ট সেন্টার (সিএসডিসি)-এর উদ্যোগে জাতীয় তামাক মুক্ত দিবস উপলক্ষে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবসা থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহার করার আহ্বানে এ মানববন্ধন করা হয়।
বুধবার (৯ অক্টোবর) উপজেলার দরগ্রাম সিএনজি স্ট্যান্ড এলাকায় সাদ চত্বর নামক স্থানে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্রিয়েটিভ সোস্যাল ডেভেলপমেন্ট সেন্টার (সিএসডিসি) এর নির্বাহী পরিচালক মো. এমদাদুল হোসেন মকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি সাংবাদিক এম নজরুল ইসলাম, সিএসডিসি প্রকল্প পরিচালক মো. সাইদুর রহমান খান, ওমেন্স ইনিসিয়েটিভ ফর ডেভেলপমেন্ট এডুকেশন (ওয়াইড) এর সিইও মো. বাবুল হোসেন, শিক্ষক আব্দুল খালেক, সমাজসেবক আব্দুল মজিদ, এবং স্থানীয় আরও গণ্যমান্য ব্যক্তিরা।
এ মানববন্ধনের মাধ্যমে জনস্বাস্থ্যের সুরক্ষা ও তামাক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। বক্তারা সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান, যা স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।