ফাইল ছবি
অন্তবর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ‘বিরূপ মন্তব্য’ করেন তাপসী তাবাসসুম ঊর্মি। বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ আবু সাঈদকে নিয়েও তিনি আপত্তিকর মন্তব্য করেন। এ ঘটনায় ঊর্মির বিরুদ্ধে খুলনার আদালতে রাষ্ট্রদ্রোহ ও হাজার কোটি টাকার মানহানির মামলা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মো. আল আমিনের আদালতে এ মামলা করা হয়। এ মামরলা করেন মোল্লা শওকাত হোসেন বাবুল নামে এক ব্যক্তি।
মামলার এজাহারে বলা হয়, ৫ অক্টোবর ঊর্মি শুধুমাত্র ড. মুহাম্মদ ইউনূস নয়, বরং শহীদ আবু সাঈদসহ সকল শহীদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন। যা রাষ্ট্রদ্রোহের শামিল।
বাদীপক্ষের আইনজীবী এস এম মাসুদুর রহমান জানান, আদালত বাদীর আবেদন গ্রহণ করেছে। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডির কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।