আপন দেশ
সিলেট সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. জাকি ইব্রাহিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, তিনি আওয়ামী লীগের নেতাদের প্রভাব খাটিয়ে চাকরি লাভ করেন। জাকি একাধিক অনিয়ম, দুর্নীতি, টেন্ডারবাজি ও ভূমিখেকো চক্রের সাথে জড়িত।
ডা. জাকি নিয়মবহির্ভূতভাবে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড নিয়েছেন এবং হাসপাতালের ঔষধ কেনার ক্ষেত্রে দুর্নীতি করেন। দরপত্রের প্রক্রিয়ার গোপনে পরিচালনা করে কমিশন বাণিজ্য করেন। সিলেটের জেলা প্রশাসক ও স্বাস্থ্য অধিদফতরের তদন্তেও তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ প্রমাণিত হয়েছে। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
জাকি লাইসেন্স বিহীন প্রতিষ্ঠান গড়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন। কলেজে হাজিরা না থাকলেও হাজিরা খাতা পূরণ করছেন তিনি। এসব অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন বিভিন্ন তদন্ত কমিটি গঠন করলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।