ছবি- আপন দেশ
মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ দুর্গাপূজা উপলক্ষে চরভদ্রাসন উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নির্বাহী কর্মকর্তা মো. ফয়সল বিল করিম ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের খোঁজ খবর নেন।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলার ৪টি ইউনিয়নে এবার ১৩টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদ্যাপন হচ্ছে।
এর আগে দুর্গাপূজা অনুষ্ঠান সফল করতে উপজেলা প্রশাসন দফায় দফায় বৈঠক করেছেন। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়।
পরিদর্শনকালে ইউএনও ফয়সল বলেন, শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান সফল করতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। চলমান দুর্গাপূজা উপলক্ষে যেকোনো অপ্রীতিকর ঘটনা হলে তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগ ও তাকে জানানোর অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. গাফফার হোসেন। এছাড়া উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি, সাধারণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/মাসুম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।