ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে অভিনব কায়দায় প্রতারণা করে টাকা লুটে নেয়ার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) মিরপুর বিভাগের উপ-কমিশনার মাকছুদের রহমান এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মাকছুদের রহমান জানান, রাজধানীর ধানমন্ডির বাসিন্দা হারুনুর রশিদ নাফকো ডেভেলপার কোম্পানী থেকে একটি ফ্ল্যাট কিনতে বায়নার টাকা দিতে মিরপুরের একটি বাসায় যান। এসময় দুটি ব্যাগে ৭২ লাখ টাকা নিয়ে গেলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা লুটে নেয় কয়েকজন।
পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করে। একইসঙ্গে ৫৭ লাখ টাকাও উদ্ধার করা হয়।
মাকছুদের রহমান আরও জানান, ডেভেলপার কোম্পানির এমডি ফয়সালের পরিকল্পনায় গ্রাহকের কাছ থেকে এভাবে টাকা লুট করানো হতো। ফ্ল্যাট বা জমির টাকা গ্রাহকের কাছ থেকে ব্যাংকে না নিয়ে ক্যাশ নেয়ার জন্য চাপ দিতো ডেভেলপার কোম্পানির অভিযুক্ত ওই এমডি। নগদ টাকা নিয়ে দলিল করে দেয়ার কথা বলা হতো। সেসঙ্গে অন্য ঠিকানায় আসতে বলে, সংঘবদ্ধভাবে টাকা লুট করতো কোম্পানির লোকজন।
এ ঘটনায় এ পর্যন্ত মোট ১৪ জনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। তবে এমডি ফয়সালকে এখনও ধরা যায়নি।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।