আপন দেশ
টানা কয়েকদিন বৃষ্টির পর সিলেট থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। আগামী ১৩ বা ১৪ অক্টোবরের দিকে মৌসুমি বায়ুর বিদায়ের সম্ভাবনা রয়েছে। এর পর বৃষ্টিপাত কমে আসবে। তবে তার আগে সারা দেশে কমবেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এসব তথ্য জানিয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় সন্ধ্যার পর কুয়াশা পড়তে দেখা যাচ্ছে। একই সঙ্গে বাতাসে মৃদু শৈত্য প্রবাহ অনুভূত হচ্ছে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টির আভাস রয়েছে। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সে-সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ আবহাওয়ার ফলে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সিলেটে মৌসুমি বায়ুর বিদায় এবং শীতের আগমনের পূর্বাভাসে স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।