Apan Desh | আপন দেশ

পূজায় অঞ্জলি দিতে গিয়ে দুইজনের প্রাণহানি

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৪, ১১ অক্টোবর ২০২৪

পূজায় অঞ্জলি দিতে গিয়ে দুইজনের প্রাণহানি

ফাইল ছবি

নেত্রকোণার কলমাকান্দায় দুর্গাপূজায় অঞ্জলি দিতে গিয়ে নৌকাডুবিতে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের হরিনধরা গ্রামে নৌকাডুবির এ ঘটনা ঘটে।

নৌকাডুবিতে মৃতরা হলেন- হরিনধরা গ্রামের সঞ্জয় তালুকদারের মেয়ে ঋতু তালুকদার (১৮), ও বিপ্লব তালুকদারের অমিত তালুকদার (৮)।

ঋতু কলমাকান্দা সরকারি কলেজের বিএ অধ্যয়নরত শিক্ষার্থী ছিল। অমিত হরিনধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। অমিত সম্পর্কে ঋতু তালুকদারের ভাতিজা হন।

এলাকাবাসী জানায়, সকালে একই পরিবারের ছয়জন মিলে পশ্চিমপাড়ায় দুর্গাপূজার অঞ্জলির উদ্দেশ্যে ছোট নৌকা করে বের হন। পথে কালীবাড়ি খাল পার হওয়ার সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় চারজন সাঁতরে খালের পাড়ে উঠতে পারলেও ঋতু তালুকদার ও অমিত তালুকদার উঠতে পারেননি। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৃত ঋতুর ভাতিজা স্বপন তালুকদার বলেন, আমার পিসিমনি ঋতু তালুকদার সাঁতার জানতো। কিন্তু তার ভাতিজা অমিত তালুকদারকে বাঁচাতে গিয়ে তারা দুজনেই পানিতে তলিয়ে যায়। এরকম দুর্ঘটনা মেনে নিতে পারছি না।

কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজ হোসেন  বলেন, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়