Apan Desh | আপন দেশ

গভীর সাগরে এলপিজি বহনকারী ২ জাহাজে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:২৬, ১৩ অক্টোবর ২০২৪

আপডেট: ০৮:২৮, ১৩ অক্টোবর ২০২৪

গভীর সাগরে এলপিজি বহনকারী ২ জাহাজে আগুন

ছবি সংগৃহীত

বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে এলপিজি বহনকারী ‘সুফিয়া’ ও ‘ক্যাপ্টেন নিকোলাস’ নামের দুটি জাহাজে অগ্নিকাণ্ড ঘটেছে।

শনিবার (১২ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ জাহাজের নাবিকদের উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম কোস্টগার্ড পূর্ব জোনের ক্যাপ্টেন মো. জহিরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জহিরুল হক জানান, তাৎক্ষণিক কোস্টগার্ড টাগ শিপ, তিনটি মেটাল শার্ক অগ্নিনির্বাপণে কাজ করছে।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, গভীর সাগরে নোঙর করা জাহাজে আগুনের খবর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা নৌবাহিনী এবং কোস্ট গার্ডকে জানানো হয়েছে।

সিনিয়র নাবিক আতিক ইউ খান জানিয়েছেন, লাইটারিং অপারেশন শেষে এলপিজি ক্যারিয়ার্স সোফিয়াকে মাদার ভেসেল নিকোলাস থেকে আলাদা করার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আতিক আরও বলেন, ১২ দিনের ব্যবধানে দেশের চারটি জাহাজে পরপর অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা নাশকতা কি না- তা যাচাই করা উচিত।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়