Apan Desh | আপন দেশ

সিলেটের বাজারে সবজির দাম লাগামহীন: ভোক্তাদের দুর্ভোগ

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৬, ১৪ অক্টোবর ২০২৪

সিলেটের বাজারে সবজির দাম লাগামহীন: ভোক্তাদের দুর্ভোগ

ছবি : আপন দেশ

সরকার পরিবর্তনের পর থেকে সিলেটের বাজারে সবজির দাম প্রতিদিন বাড়ছে। গত এক সপ্তাহে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। কারণ ১০০ টাকার নিচে কোনো সবজি ক্রয় করা সম্ভব হচ্ছে না।

এদিকে জেলা প্রশাসনের একটি ৯ সদস্যের টাস্কফোর্স কমিটি বাজার তদারকিতে কাজ করছে। প্রতিদিন অভিযান ও বাজার মনিটরিং চালানো হচ্ছে। তবে এর সুফল এখনও ভোক্তাদের কাছে পৌঁছায়নি। ডিমের দাম হালিতে ২ টাকা কমে ৬ টাকা বেড়েছে। আর কাঁচা মরিচের দাম ৪০০-৫০০ টাকার মধ্যে রয়েছে। নতুন করে দাম বৃদ্ধি পেয়েছে ময়দা, পেঁয়াজ, সয়াবিন তেল, পাম অয়েল ও মুরগীর দামেও।

স্বল্প আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। বাজার সংশ্লিষ্টরা জানান, কিছু পণ্যের শুল্ককর কমানোর উদ্যোগ নেয়া হলেও ভোক্তাদের সুফল মিলছে না। সিন্ডিকেটের কারণে বাজার ব্যবস্থা অসহায় হয়ে পড়েছে।

৮ অক্টোবর সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেনের নেতৃত্বে গঠিত এ টাস্কফোর্স কমিটি কৃষি বিপণন কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা খাদ্য কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, ক্যাব সিলেটের প্রতিনিধি, পুলিশ কমিশনারসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সদস্যদের নিয়ে গঠিত।

সোমবার (১৪ অক্টোবর) বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, প্রতি কেজি প্যাকেট ময়দার দাম ৬৫ থেকে ৭৫ টাকায় উঠেছে। দেশি পেঁয়াজ ১১০ থেকে ১১৫ টাকায় এবং আমদানিকৃত পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। সয়াবিন তেলের দাম ৮০০ থেকে ৮১০ টাকায় এবং পাম অয়েলের দাম ১৪৪ থেকে ১৪৫ টাকায় পৌঁছেছে।

টাস্কফোর্সের আহ্বায়ক মোবারক হোসেন জানান, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে তারা কাজ করছেন। তবে পণ্যের মূল্য কমানো একটি বড় চ্যালেঞ্জ।

সিলেটের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবুল সালেহ মো. হুমায়ুন কবির বলেন, সিলেটের সবজি বাজার আমদানি নির্ভর হয়ে পড়েছে। ফলে দাম বেড়ে যাচ্ছে। আগামী ১৫ দিন পরে স্থানীয় সবজির সরবরাহ বাড়লে দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে।

জেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব শ্যামল পুরকায়স্থ জানান, বাজার মনিটরিংয়ের কাজ অব্যাহত আছে। খুচরা বাজারে বর্তমানে বেগুন ১০০-১২০ টাকা, বরবটি ৯০-১০০ টাকা, কাচামরিচ ৪০০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সব মিলিয়ে ভোক্তাদের মধ্যে অস্বস্তি ও হতাশা বেড়ে চলেছে। সরকারের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়