Apan Desh | আপন দেশ

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা, আটক ২৬

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৯, ১৪ অক্টোবর ২০২৪

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা, আটক ২৬

ছবি: সংগৃহীত

গভীর সমুদ্রে ভাসছিল শতাধিক রোহিঙ্গাকে বহন করা ট্রলার। যার উদ্দেশ্য ছিল অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা। উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে মালেশিয়া যাওয়া শতাধিক নারী-পুরুষকে ইনানী সৈকতে নামিয়ে দিয়ে পালিয়েছে মানবপাচারে জড়িত দালালেরা।

সোমবার (১৪ অক্টোবর) সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী থেকে ২৬ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানিয়েছেন, ভোর ৪টার দিকে প্রায় শতাধিক রোহিঙ্গাকে তারা সৈকতের বালিয়াড়ি পেরিয়ে হঠাৎ লোকালয়ে আসতে দেখে অবাক হন তারা। পাশে কোস্ট গার্ডের স্টেশনে খবর দেয়া হলেও দেখা যায়নি তাদের তাৎক্ষণিক তৎপরতা, এ সুযোগে কমপক্ষে ৭০ জন রোহিঙ্গা অন্যত্র চলে যায় বলে জানা গেছে। পরে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় কূলে অবস্থানরত ২৬ জনকে আটক করে। যারা বর্তমানে হেফাজতে রয়েছে কোস্ট গার্ড স্টেশনে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আটক রোহিঙ্গাদের মধ্যে উখিয়ার খুরশিদা বেগম (২৪)। তিনি জানান, আমরা মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফ থেকে ট্রলারে যাত্রা করেছিলাম। মায়ানমারের নৌবাহিনী জল সীমা অতিক্রমের সময় বাঁধা দেয়। মাঝি বোট ঘুরিয়ে ফেলে এদিকে চলে আসে। আমরা সাগরের মাঝে ১০ দিন ছিলাম।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়