Apan Desh | আপন দেশ

আবু সাঈদ: স্নাতক পাস, মেধাতালিকায় ১৪তম স্থান

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৮, ২০ অক্টোবর ২০২৪

আপডেট: ১৭:১৭, ২০ অক্টোবর ২০২৪

আবু সাঈদ: স্নাতক পাস, মেধাতালিকায় ১৪তম স্থান

ফাইল ছবি

অনার্স চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ আবু সাঈদ। তিনি প্রথম শ্রেণি পেয়েছেন এবং সিজিপিএ ৩.৩০ অর্জন করেছেন। মেধাতালিকায় তার স্থান ১৪তম।

এ তথ্য নিশ্চিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। রোববার (২০ অক্টোবর) দুপুরে এ ফলাফল প্রকাশ করা হয়।

উপাচার্য বলেন, শহিদ আবু সাঈদ আমাদের মাঝে নেই। তার ফলাফল বেশ ভালো হয়েছে। ৬৯ শিক্ষার্থীর মধ্যে আবু সাঈদ ১৪তম স্থান অধিকার করেছে। এটা আমাদের জন্য ভালো লাগার বিষয়। আবু সাঈদের আত্মার মাগফেরাত কামনা করেন উপাচার্য।

গত ১৬ জুলাই পুলিশের গুলিতে শহিদ হন আবু সাঈদ। তিনি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। আবু সাঈদ ছিলেন আন্দোলনের প্রথম শহিদ। তার মৃত্যুর পর সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। এরপর গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়