ছবি: সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতি দেখতে গিয়ে তাহেরা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৩নস্বর ওয়ার্ড মালুমঘাট চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
তাহেরা বেগম ওই এলাকার সুলতান আহমদের স্ত্রী।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী বনরেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মেহেরাজ উদ্দিন জানান, রাতে পার্শ্ববর্তী রিজার্ভ পাহাড় থেকে একটি বন্যহাতি জনবসতি এলাকায় আসার খবর চাউর হয়। এ সময় পাড়ার অন্য লোকদের মতো তাহেরাও হাতি দেখতে ঘর থেকে বের হয়। রাস্তায় পৌঁছামাত্র বন্যহাতির সামনে পড়ে তাহেরা বেগম। এ সময় হাতি শুঁড় দিয়ে ধরে তাকে পায়ের নিচে পিষে ফেলে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
তিনি আরও জানান, এ ব্যাপারে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছি। বিষয়টি ঊর্ধতন দফতরেও অবহিত করেছি।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।