Apan Desh | আপন দেশ

চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৩, ২২ অক্টোবর ২০২৪

চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য গ্রেফতার

নৌপুলিশের হাতে সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন

নোয়াখালী দ্বীপের হাতিয়া থেকে সাবেক এক ইউপি সদস্যকে  গ্রেফতার করেছে নৌবাহিনী কন্টিনজেন্ট। গ্রেফতার জসিম উদ্দিন (৪৩) উপজেলার জাহাজমারা ইউপির ৬নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়।  এর আগে দুপুর ১ টার দিকে উপজেলার জাহাজমারা ইউপি থেকে তাকে গ্রেফতার করা হয়।  বুধবার (২৩ অক্টোবর) সকালে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

জানা যায়, নৌবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক মামলার আসামি জসিমকে আটক করে। তার বিরুদ্ধে এলাকায় হামলা, মারামারি, ভাংচুর, চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন সে পলাতক ছিল। কয়েক দিন আগে এলাকায় ফিরলে নৌবাহিনীর একটি দল জাহাজমারা ইউপিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  

বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় জামিনে রয়েছে।  অপর মামলার পলাতক আসামি।  

আপন দেশ/এবি 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়