ছবি: সংগৃহীত
অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন সুনামগঞ্জের সকল গণপরিবহন মালিক শ্রমিকরা। সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের লামাকাজি এম এ খান সেতুর টোল আদায় বন্ধের দাবিতে এ কর্মবিরতি পালন করছেন তারা। সোমবার (২১ অক্টোবর) সুনামগঞ্জ পরিবহন সংগঠনের নেতৃবৃন্দরা এ কর্মবিরতির ঘোষণা করেন ।
বুধবার (২৩ অক্টোবর) জেলায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সিলেটে পড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ জনগণ।
পরিবহণ সংগঠনের নেতারা জানান, সিলেট লামাকাজি এম এ খান সেতুতে গত ৪০ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। মাত্র সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুতে দীর্ঘ ৪০ বছরে হাজার কোটি টাকা আদায় হলেও টোল থেকে রেহাই পাচ্ছেন না পরিবহন শ্রমিকরা।
৫ আগস্টের পর থেকে বন্ধ হওয়া এ টুল পুনরায় চালু করা হয়েছে। এটি বন্ধ না হলে ২৭ আগস্ট থেকে বিভাগীয় কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।