Apan Desh | আপন দেশ

শিশুকে অপহরণের পর হত্যা, ২ জনের যাবজ্জীবন 

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৫৯, ২৩ অক্টোবর ২০২৪

শিশুকে অপহরণের পর হত্যা, ২ জনের যাবজ্জীবন 

শিশু মেহেরাজ হোসেন। ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ৭ বছরের মেহেরাজ হোসেনকে অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদেরকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম এ রায় দেন।

সাজা পাওয়া আসামিরা হলেন- আবদুর রহিম ওরফে রনি (২১) ও মো. সালমান হোসেন শিবলু (২২)। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২১ মার্চ মাদরাসা থেকে ফেরার পথে জিসানকে অপহরণ করে নেয় রনি ও শিবলু। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং মরদেহ মাটিতে পুঁতে মুক্তিপণ দাবি করে। দুই দিন পর পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করে।

রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি মামুনুর রশীদ লাভলু এ মামলাটি পরিচালনা করেন। তিনি জানান, অপহরণের উদ্দেশ্য ছিল অ্যান্ড্রয়েড মোবাইল কেনা। ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে এ রায় দেয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়