শহিদুল ইসলাম ও আইরিন খাতুন
গৃহবধূ নির্যাতনের অভিযোগ উঠেছে পাবনার সাঁথিয়া উপজেলার শহিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় তার পরিবারেরও সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগকারী গৃহবধূ আইরিন খাতুন (৩৫) এ নিয়ে থানায় মামলা দায়ের করেন। সে মামলা তুলে নিতে আইরিনকে হত্যার হুমকি দেয়া হয়।
আইরিন খাতুন বলেন, ২০১৫ সালে ভালোবেসে শহিদুল ইসলামকে বিয়ে করেন। তারা দুই জনই বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বিয়ের পর শহিদুলের পরিবারের চাপে চাকরি ছাড়তে বাধ্য হন আইরিন। বিয়ের পাঁচ বছর পর সন্তান ধারণে সমস্যা দেখা দিলে ভারতে চিকিৎসা করাতে যান তারা। চিকিৎসকরা শহিদুলের সন্তান জন্মদানে শারীরিক সমস্যা থাকার কথা জানান। এর পর থেকে শহিদুল ২৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে এবং নির্যাতন শুরু করেন।
আইরিন আরও বলেন, তার স্বামী অফিসের এক সহকর্মীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। তাকে গোপনে বিয়ে করেন। তাতে প্রতিবাদ করায় আইরিনের ওপর নির্যাতনের মাত্রা বাড়ে। নির্যাতনের ফলে তিনি একাধিকবার হাসপাতালে চিকিৎসা নেন।
২০২৪ সালের ২০ সেপ্টেম্বর সাভার মডেল থানায় যৌতুকের অভিযোগে মামলা করেন আইরিন (মামলা নং: ৫৫)। যা বর্তমানে তদন্তাধীন। মামলাটি তুলে নিতে তাকে মারধর করা হয়। তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়। হত্যার হুমকিও দেয়া হয়।
আইরিনের অভিযোগে পুলিশ শহিদুলকে গ্রেফতার করে। পরে তাকে জামিনে মুক্তি দেয়া হয়। শহিদুল পরকীয়ার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আইরিনের সঙ্গে সংসার করার প্রতিশ্রুতি দেয়। তবে সে প্রতিশ্রুতি না রেখে আবারও তাকে নির্যাতন করতে শুরু করে।
অভিযুক্ত শহিদুল ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, অভিযুক্তদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।