সুধারাম মডেল থানা। ছবি আপন দেশ
নোয়াখালী সদর উপজেলায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আল আমিন সিফাত (১২) করিমপুর গ্রামের শেখ আহমদ বাড়ির সিএনজি চালক সহিদ উল্যার ছেলে। সে ছনখোলা আলামিয়া ইসলামিয়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। সিফাত মাদরাসা থেকে ছুটির পর সহপাঠীদের সঙ্গে বাড়িতে আসতে ছিল। এসময় কালিরহাট টু মাইজদী সড়কের কালামিয়ার পোল এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি নসিমন তাকে চাপা দেয়।
ঘটনার পর স্থানীয়রা নসিমন চালক ও গাড়িটি সনাক্ত করেন। তবে চালক পালিয়ে যায়। সিফাত ঘটনাস্থলেই মারা যায়।
ছাত্রের মৃত্যু নিয়ে স্থানীয় মাদরাসার অধ্যক্ষ মো. ইয়াকুব মিয়া উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সুধারাম থানার ডিউটি অফিসার এএসআই রেজাউল করিম চৌধুরী বলেন, এ ঘটনার খবর পুলিশকে জানানো হয়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এলাকার মানুষ হত্যাকারী চালকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহবান জানায়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।