Apan Desh | আপন দেশ

কৃষক-জনতা জিন্দাবাদ সিন্ডিকেট মুর্দাবাদ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩০, ২৫ অক্টোবর ২০২৪

আপডেট: ১৫:৩৬, ২৫ অক্টোবর ২০২৪

কৃষক-জনতা জিন্দাবাদ সিন্ডিকেট মুর্দাবাদ

ছবি- আপন দেশ

সিন্ডিকেটের কবলে বাজারের চড়া দামে নাজেহাল ভোক্তা। তাই কুমিল্লায় ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের স্লোগান ‘কৃষক-জনতা জিন্দাবাদ, সিন্ডিকেট মুর্দাবাদ’।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে নগরীর পূবালী চত্বরে এ সবজি বিক্রি কার্যক্রম শুরু হয়।

নিত্যপণ্যের মধ্যে রয়েছে, ডিম প্রতি পিস ১১ টাকা ৮০ পয়সা, আলু কেজি প্রতি ৫৫ টাকা, পেঁয়াজ ১০০ টাকা, রসুন ২১০ টাকা, মাঝারি লাউ ৩০ টাকা, কচুর ছড়া ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, বেগুন ৬০ টাকা, করলা ৬০ টাকা, পটল ৪৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মো. নাজমুল হোসেন বলেন, আমরা চেষ্টা করছি সাধারণ মানুষকে কম দামে নিত্যপণ্য সরবরাহ করতে। সিন্ডিকেট ভাঙতে আমরা অন্তত আরও ১০ দিন এ কার্যক্রম চলমান রাখব। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত  এ কার্যক্রম চলবে।

ন্যায্যমূল্যে নিত্যপণ্যের ক্রেতারা বলেন, শিক্ষার্থীরা যে দামে বিক্রি করছেন তা বাজার থেকে কেজিতে অন্তত ৫ থেকে ১০ টাকা কম। বাজার থেকে কম দামে পণ্য কিনতে পারায় অনেকেই ভিড় করছেন এ দোকানে।

পণ্য বিক্রেতা অন্য শিক্ষার্থীরা জানিয়েছেন, বাজারে শাকসবজিসহ নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি, তা কমিয়ে আনতে পাইকারি আড়ত থেকে কেনা দামে সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি করা শুরু হয়েছে। বাজারে দ্রব্যমূল্য নির্ধারণের যে সিন্ডিকেট আছে, তা ভাঙতেই এ কার্যক্রম চলমান থাকবে।

তবে এ ক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং বাজার মনিটরিং টিমের সহায়তা চেয়েছেন তারা।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়