কালুরঘাট সেতু। ছবি আপন দেশ
চট্টগ্রামের ৯৩ বছরের পুরনো কালুরঘাট সেতুর সংস্কার কাজ ১৪ মাস পর শেষ হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকালে সেতুটি যান চলাচলের জন্য খুলছে। এর মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দাদের দৈনন্দিন দুর্ভোগ কমাবে।
প্রথমবারের মতো ওয়াকওয়ে তৈরি করায় সবার মাঝে কৌতুহল বেড়েছে। কালুরঘাট সেতু দিয়ে বোয়ালখালী ও পটিয়ার মানুষ চট্টগ্রাম শহরে যাতায়াত করেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম জানিয়েছেন, কালুরঘাট সেতুর সংস্কারকাজ শেষ হয়েছে। বুয়েটের বিশেষজ্ঞ দলের মতামত অনুযায়ী সেতুটি খুলে দেয়া হচ্ছে।
সেতুটি ১৯৩০ সালে কর্ণফুলি নদীর উপর নির্মিত হয়। পরে ১৯৩১ সালে রেল চলাচলের জন্য উদ্বোধন করা হয়। ১৯৬২ সালে সেতুটিকে রেল ও সড়ক সেতুতে রূপান্তর করা হয়।
ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হলেও অন্যান্য যান চলাচল বন্ধ ছিল। সংস্কার কাজের জন্য ৪৩ কোটি টাকার চুক্তি হয়েছিল ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সঙ্গে।
রাজনৈতিক অস্থিতিশীলতা ও অন্যান্য প্রতিবন্ধকতার কারণে কাজ শেষ হতে দেরি হয়। তবে কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর আগামীকাল থেকে সেতুটি যানবাহনের জন্য খুলে দেয়া হচ্ছে।
সেতুর সংস্কারের অগ্রগতি পরিদর্শন করেন রেল সচিব আবদুল বাকী। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, সংস্কার শেষে যান চলাচল স্বাভাবিক হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।