যুবদল মধুপুর উপজেলা শাখা ও সহযোগী সংগঠন। ছবি আপন দেশ
টাঙ্গাইলের মধুপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম।
রোববার (২৭ অক্টোবর) মধুপুর পৌরসভা এলাকার বিএনপি দলীয় কার্যালয়ে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এ আয়োজন করে যুবদল মধুপুর উপজেলা শাখা ও সহযোগী সংগঠন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সাগর। বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রতন হায়দার, মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, যুবদলের আহ্বায়ক মো. হযরত আলী, সদস্য সচিব মো. শাহদাৎ হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব শামীম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আরিফ ইসলাম এবং সাবেক সদস্য সচিব মো. জহিরুল ইসলাম সুমন।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে চারজন চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
এতে স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্যসেবার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি হচ্ছে। যা যুবদলের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।