ফাইল ছবি
পাবনার বেড়া উপজেলা থেকে নিখোঁজের ১২ দিন পরেও উদ্ধার হয়নি পঞ্চম শ্রেণির এক ছাত্রী। ১৫ অক্টোবর সকালে স্কুল থেকে নিখোঁজ হয় সে। পরদিন বাবা হেলাল শেখ বেড়া মডেল থানায় লিখিত অভিযোগ দেন।
নিখোঁজ ওই ছাত্রীর বাড়ি শেখ পাড়ায়। সে ট্যালেন্ট গার্ডেন এন্ড হাই স্কুলে পড়েন। অভিযোগে বাবা জানান, স্কুলে যাওয়া আসার পথে সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে সুমন (২৫) মাঝে মাঝে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিত। সুমন তাকে রাজি না হলে অপহরণের হুমকিও দেয়।
১৫ অক্টোবর সকালে স্কুলের সামনে থেকে সুমন সিএনজি নিয়ে এসে মেয়েটিকে অপহরণ করে। ওইদিন বিকালে সুমন হেলাল শেখের স্ত্রীর মোবাইলে ফোন করে জানান, আপনার মেয়ে আমার কাছে আছে এবং ভালো আছে। কিন্তু যখন মেয়েটি কথা বলতে গিয়ে কেঁদে ওঠে, সুমন ফোন কেটে দেন।
হেলাল জানান, এরপর অনেক চেষ্টা করেও সুমনের সাথে যোগাযোগ করতে পারেননি। তার ফোন বন্ধ রয়েছে। তিনি তার মেয়েকে ফেরত চান।
বেড়া মডেল থানার ওসি মো. খলিউল রহমান জানান, অভিযোগ পেয়েছি। তবে মেয়েটির সাথে যোগাযোগ করা হয়েছে এবং সে বলছে আমি স্বেচ্ছায় এসেছি। যেহেতু সে নাবালিকা, আমরা তাকে উদ্ধার করে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দেব।
এ ঘটনায় স্থানীয় পরিবার ও গ্রামবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। পরিবারের সদস্যরা মেয়েটির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।