ফজলুর রহমান মজুমদার
দীর্ঘ ১০ বছর পর মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন চিকিৎসক ফজলুর রহমান মজুমদার।
২০১৫ সালের ২৮ জানুয়ারি, রাত ১০টায় কুমিল্লা টাওয়ার হসপিটালের অপারেশন থিয়েটারে চিকিৎসারত অবস্থায়, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মিথ্যা মামলায় তাকে আটক করা হয়েছিল আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের শাসনামলে দুর্নীতিবাজ চিকিৎসক কর্মকর্তাদের যোগসাজশে তাকে নির্যাতন করা হয়।
পরবর্তী দিনে, ২৯ জানুয়ারি, মামলায় তাকে প্রধান আসামী করে দোষারোপ করা হয়, যেখানে আরো ২৪ জনকে আসামী করা হয়, তাদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব নুর উদ্দিন আহম্মেদ এবং শিশু বিশেষজ্ঞ ডা. জহিরুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক নেতা অন্তর্ভুক্ত ছিলেন।
উক্ত মামলায় অন্য আসামীর হলেন, আলহাজ্ব নুর উদ্দিন আহম্মেদ, ডা. জহিরুল আলম, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক মো. উৎখাতুল বারি আবু, মো. নিজাম উদ্দিন কায়সার, জামায়াত নেতা মাস্টার আমিনুল ইসলাম, কাউন্সিলর মো. মোশারফ হোসেন, ও কাউন্সিলর মো. একরামুল হক বাবুসহ মোট ২৪ জন।
উল্লেখ্য, গ্রেফতারের তারিখ থেকে ফজলুর রহমানকে সাময়িক চাকুরি থেকে অব্যহতি প্রদান করে। প্রায় ১০ বছর পর গত ২৩ অক্টোবর মামলার সকল আসামীদের অব্যহতি দেয়া হয়।
আপন দেশ/মাসুম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।