ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে। ছবি আপন দেশ
সিলেট নগরীতে যৌথ বাহিনীর অভিযানে ফুটপাত দখলমুক্ত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে বন্দরবাজার, জিন্দাবাজার, মির্জা জাঙ্গাল, চৌহাট্টা ও আম্বরখানায় অভিযান চালানো হয়। এসময় সেনাবাহিনী, পুলিশ ও সিটি কর্পোরেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) রাখি রানী দাশ জানান, সিলেট মহানগরীর ফুটপাত দখলমুক্ত রাখতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করেছে। ভবিষ্যতেও সড়ক দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।
তবে অভিযানের পর ফের ফুটপাত দখল শুরু করেন হকার ও দোকানদাররা। যার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে। জিন্দাবাজার রোডে দোকানীরা ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছেন। যা পথচারীদের জন্য সমস্যার সৃষ্টি করছে।
এর আগে ২৪ অক্টোবর সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি সভায় ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।