Apan Desh | আপন দেশ

ছাত্রদল নেতার হাঁটুতে অস্ত্র ঠেকিয়ে শিবিরের গুলি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৫, ৩০ অক্টোবর ২০২৪

আপডেট: ১১:৪৬, ৩০ অক্টোবর ২০২৪

ছাত্রদল নেতার হাঁটুতে অস্ত্র ঠেকিয়ে শিবিরের গুলি

গুলিবিদ্ধ ইব্রাহিম মাসুম (২৭)। ছবি-আপন দশ

নোয়াখালীতে এবার ছাত্রদল নেতার হাঁটুতে অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে ছাত্র শিবিরের নেতা-কর্মীরা। এ অভিযোগ বিএনপির। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকের বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের কাঁচিহাটা বাজারের ঘটনা এটি।  গুলিবিদ্ধ ইব্রাহিম মাসুম (২৭) একই ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। ঘটনার সূত্রপাত মাদক সেবন কেন্দ্র করে।   

এ তথ্য নিশ্চিত করেন বেগমগঞ্জ উপজেলা যুবদলের যু্গ্ম-আহ্বায়ক খোরশেদ আলম। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সকালে স্থানীয় কাঁচিহাটা বাজারের পাশে একটি ঘরে স্থানীয় এক যুবক ইয়াবা সেবন করছিল। এ সময় কিছু যুবক তাকে আটক করে। তখন পাশেই ছিল ছাত্রদল নেতা ইব্রাহিম মাসুম। তিনি ঘটনাস্থলে গিয়ে মাদক সেবীকে মারধর করতে উদ্যত হয়। তখন একই এলাকার শিবিরের কয়েকজন লোক মুঠোফোনে কল দিয়ে মাসুমকে জানায় বিষয়টি বিকেলে তারাসহ বসে সমাধান করবে। পরে ছাত্রদলের নেতারা আটক ছেলেটিকে ছেড়ে দেয়।

অভিযোগ করে তিনি আরও বলেন, সন্ধ্যায় মাসুম কাঁচিহাটা বাজারে একটি দোকানে বসে ছিল । এসময় কয়েকজন ছেলে এসে তাকে মারধর করলে  ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিতে যায় মাসুম। পরে ওই দোকান কয়েকজন ছেলে  তার উপর পুনরায়  হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে অস্ত্র ঠেকিয়ে মাসুমের পায়ে গুলি করে পালিয়ে যায়।  
যোগাযোগ করা হলে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, বিষয়টি আমি জানার পরপরই ঘটনাস্থলে উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক খোরশেদ আলমকে পাঠিয়েছি। তারা বিষয়টি খতিয়ে দেখছে। শুনেছি যারা গুলি করেছে তারা জামায়াতের রাজনীতিতে যুক্ত।

জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, যে ছেলেটাকে সকালে মারধর করা হয়েছে তিনি জামায়াতের রাজনীতিতে সম্পৃক্ত। অনেক আগে সে ছাত্রদল করত। গত ছয় মাস আগে সে জামায়াতে যোগদান করে। এজন্য সকালে তাকে মারধর করা হয়। তবে কে বা কারা ছাত্রদল নেতার ওপর হামলা করছে বিষয়টি জানি না। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইয়াবা সেবনরতো প্রশ্নই আসেনা। মামলা সাজানোর জন্য ইয়াবার কথা আসছে।  

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.আবদুল্লাহ আল ফারুক বলেন, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। গুলিবিদ্ধ যুবক নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সূত্রপাত হয়েছে সে বিষয়ে পুরোপুরি জানা যায়নি। তবে খোঁজ নেয়া হচ্ছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়