Apan Desh | আপন দেশ

খাগড়াছড়ি ভ্রমণের দুয়ার খুলছে

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৪২, ৩০ অক্টোবর ২০২৪

আপডেট: ০৮:৪৬, ৩০ অক্টোবর ২০২৪

খাগড়াছড়ি ভ্রমণের দুয়ার খুলছে

খাগড়াছড়ির রিছাং ঝর্ণা -ফাইল ছবি

টানা প্রায় এক মাস পর খাগড়াছড়ি ভ্রমণের দুয়ার খুলছে। আগামী ৫ নভেম্বর থেকে খাগড়াছড়িতে ভ্রমণ করতে পারবে পর্যটকরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।  

সহিদুজ্জামান বলেন, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক। পর্যটকদের ভ্রমণে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা তুলে নেয়া হবে। ৫ নভেম্বর থেকে পর্যটকরা খাগড়াছড়িতে ভ্রমণ করতে পারবেন।

এর আগে, গত ৮ অক্টোবর থেকে ২৪ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। এসময় খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানানো হয়। পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার পর থেকে বিপাকে পড়ে এ খাতের সংশ্লিষ্ট হাজারো মানুষ।

গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালায় সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সংঘর্ষ হয়। এ ঘটনার রেশ না কাটতেই ১ অক্টোবর  খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আবারও সংঘাতের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা পর্যটকদের ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়