ছবি: সংগৃহীত
চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা টাঙানো হয়। এ ঘটনায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদোহের মামলা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) মামলাটি করেছেন ফিরোজ খান নামের এক ব্যক্তি। নগরীর কোতোয়ালি দণ্ডিবিধির ১২০(খ)/ ১২৪(ক)/ ১৫৩(ক)/ ১০৯/৩৪ ধারায় মামলাটি দায়ের করেন তিনি।
মামলায় মোট ১৯ জনের নাম উল্লেখ করে আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত রেখে আসামি করেছেন বাদী। চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারী ছাড়াও ইসকন প্রবর্ত্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ দাশ ব্রহ্মচারীর নাম রয়েছে আসামির তালিকায়।
বাদীর অভিযোগে বলা হয়, সনাতনী জাগরণ মঞ্চের সমাবেশের সময় নিউ মার্কেটে জাতীয় পতাকার ওপর ইসকনের গেরুয়া পতাকা স্থাপন করা হয়। এর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা নিয়ে বিতর্ক শুরু হয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ জানিয়েছেন, এ মামলায় রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, জাতীয় পতাকার ওপর ধর্মীয় পতাকা উত্তোলন করে আসামিরা দেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা প্রদর্শন করেছে। এতে দেশের অখণ্ডতা ক্ষুণ্ন হয়েছে। যা রাষ্ট্রদোহের শামিল।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।