ফেন্সিডিলসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে বিজিবি। ছবি আপন দেশ
লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ২৯৫ বোতল ফেন্সিডিলসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে কালীগঞ্জের মালগাড়া এলাকা থেকে ফেন্সিডিলসহ পিকআপ ভ্যান জব্দ করে লোহাকুচি বিওপি (১৫ বিজিবি)।
বিজিবি জানান, বৃহস্পতিবার কালীগঞ্জের মালগাড়া এলাকায় ফেন্সিডিল পাচারের খবর পেয়ে বিজিবির সদস্যরা টহল শুরু করে। সীমান্তের ৯১৮ নম্বর পিলারের ৫০০ গজ অভ্যন্তরে সন্দেহভাজন পিকআপ ভ্যানটি আটক করা হয়। তবে পিকআপে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ২৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও পিকআপ হস্তান্তর করা হয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ পিএসসি জানান, সীমান্তের নিরাপত্তা ও মাদক পাচার রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।