Apan Desh | আপন দেশ

বাগেরহাটে ১৮ মহিষের রহস্যজনক মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৭, ৩১ অক্টোবর ২০২৪

বাগেরহাটে ১৮ মহিষের রহস্যজনক মৃত্যু

মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ১৮টি মহিষের রহস্যজনক মৃত্যু।

বাগেরহাটের ফকিরহাটে একটি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ১৮ মহিষ রহস্যজনকভাবে মারা গেছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে খামারের মাঠ ও শেডে এসব মহিষের মৃত্যু ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘাস খাওয়ানোর জন্য মহিষগুলোকে মাঠে নেয়া হয়। কিছুক্ষণ পর তারা ছটফট করতে শুরু করে। এরপর কয়েকটি মারা যায়।

মহিষ প্রজনন খামারের কর্মী আক্তার হোসেন বলেন, সকাল ৬টার দিকে মহিষগুলোকে বের করা হয়। ১০টার দিকে হঠাৎ কিছু মহিষ অসুস্থ হয়ে পড়ে।

মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য বাগেরহাট জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. মনোহর চন্দ্র মন্ডলের নেতৃত্বে কয়েকটি মহিষের ময়নাতদন্ত করা হয়েছে। তাদের অঙ্গ পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

ডা. মনোহর বলেন, মহিষের মৃত্যুর খবর পেয়ে দ্রুত এখানে এসেছি। বেশ কিছু মহিষ মারা গেছে। তিনটি মহিষ এখনো চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দা রাজু বলেন, খামারের পুকুরে কিছু কর্মচারী মাছ চাষ করেন। পঁচা মাছ খেয়ে মহিষগুলো মারা গেছে।

মহিষ প্রজনন খামারের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাবীব জানান, মহিষগুলোকে মাঠে নিয়ে যাওয়ার পর কিছু অসুস্থ হয়ে পড়ে। জেলা প্রাণিসম্পদ বিভাগের শীর্ষ কর্মকর্তা ডা. সাহেব আলী খামার পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়