Apan Desh | আপন দেশ

সুপারি নিয়ে ঝগড়া

ভাতিজার মারধরে চাচার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:১২, ২ নভেম্বর ২০২৪

আপডেট: ০০:০৫, ৩ নভেম্বর ২০২৪

ভাতিজার মারধরে চাচার মৃত্যু

সুধারাম মডেল থানা। ছবি আপন দেশ

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের মারধরে ৭০ বছর বয়সী আবু ছায়েদের মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আবু ছায়েদ ওই ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হাকিমপুর গ্রামের মৃত মোমিন উল্যার ছেলে। তিনি দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।   

নিহতের শালা সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম জানান, আবু ছায়েদের সঙ্গে দীর্ঘদিন ধরে ভাতিজাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার আবু ছায়েদ তার বাড়ির সুপারি গাছ থেকে সুপারি পাড়তে গেলে ভাতিজা হাসান ও হোসেন বাধা দেন। এ সময় বাকবিতণ্ডা শুরু হলে ভাতিজারা তাকে মারধর করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে নিহতের স্বজনেরা তার ভাজিতা হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করে।  

তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার কল করেও তাদের পাওয়া যায়নি।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, নিহতের শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই। অনেক সময় জায়গা সম্পদের বিরোধের জের ধরে তিলকে তাল করে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

অপর এক প্রশ্নের জবাবে ওসি কামরুল ইসলাম বলেন,পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তাদের থেকে জেনে পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়