
ছবি: আপন দেশ
পাবনার চাটমোহর উপজেলায় অপহরণের ৪ দিন পর মাদ্রাসার এক ছাত্রকে উদ্ধার করেছে র্যাব।
শনিবার (২ নভেম্বর) রাতে ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ এলাকা থেকে ১৩ বছরের রমজান আলীকে উদ্ধার করা হয়। রোববার (৩ নভেম্বর) পাবনা র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ৩০ অক্টোবর চাটমোহর উপজেলার চড়াইকোল এলাকার আকমল হোসেনের ছেলে রমজানকে অপহরণ করা হয়। তার নানির বাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। অপহরণকারীরা পরে রমজানের মায়ের কাছে ফোন করে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে ছেলেকে মারার হুমকিও দেয়।
এ ঘটনায় পরদিন রমজানের মা ময়না খাতুন চাটমোহর থানায় লিখিত অভিযোগ করেন। এর ভিত্তিতে র্যাবের একটি টিম কাজ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বড়াল ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়।
র্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, অপহৃতকে উদ্ধার করা হলেও অপহরণকারীরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে র্যাব চেষ্টা চালাচ্ছে। শিগগিরই গ্রেফতার করা হবে বলে আশা প্রকাশ করেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।