Apan Desh | আপন দেশ

সিলেটে বিমান ভাড়া নিয়ে বৈষম্য, ক্ষুব্ধ প্রবাসীরা

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৩, ৩ নভেম্বর ২০২৪

আপডেট: ১৮:০৪, ৩ নভেম্বর ২০২৪

সিলেটে বিমান ভাড়া নিয়ে বৈষম্য, ক্ষুব্ধ প্রবাসীরা

ছবি: সংগৃহীত

সিলেটে বিমান ভাড়া নিয়ে বৈষম্যের অভিযোগ তুলেছেন স্থানীয় প্রবাসীরা। তারা দাবি করছেন, সিলেট থেকে অন্য গন্তব্যের টিকেটের দাম ঢাকার তুলনায় বেড়ে গেছে। বিশেষ করে উমরাহ যাত্রীদের অতিরিক্ত অর্থ গুণতে বাধ্য হচ্ছেন।

এর আগে সিলেট থেকে অন্য গন্তব্যের টিকেটের মূল্যের সঙ্গে ঢাকার টিকেটের মূল্যের কোনো পার্থক্য ছিল না। তবে বর্তমানে এ পার্থক্য বেশ দৃশ্যমান।

ট্রাভেলস ব্যবসায়ীরা জানিয়েছেন, সব এয়ারলাইন্সের উমরাহ ভাড়া সমান। তবে বাংলাদেশ বিমানই দুটি ক্লাসের টিকেট ইস্যু করছে। এতে সিলেটের যাত্রীদের জন্য সমস্যার সৃষ্টি হচ্ছে।

এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট জোনের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান খান রেজওয়ান বলেন, সৌদি এয়ারলাইন্স ও ইউএস-বাংলা কম মূল্যে টিকেট বিক্রি করছে। অথচ বিমান উমরাহ ক্লাসের টিকেট ওপেন ও ক্লোজ করে মূল্যের তারতম্য সৃষ্টি করছে।

বর্তমানে সিলেট-জেদ্দা রুটে সপ্তাহে দুটি এবং সিলেট-মদিনা রুটে একটি ফ্লাইট চলাচল করছে। যা সিলেটের যাত্রীদের জন্য পর্যাপ্ত নয়। 

আটাবের সাধারণ সম্পাদক দেওয়ান রুশো চৌধুরী জানান, ঢাকার যাত্রীদের কারণে সিলেটের যাত্রীদের জন্য আসন পাওয়া কঠিন হয়ে পড়ছে।

এ বিষয়ে আটাব একটি স্মারকলিপি প্রদান করেছে বিমান সিলেটের জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদারের কাছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেটের ৯০ শতাংশ প্রবাসী বিমান ব্যবহার করতে চান। কিন্তু উচ্চ মূল্যের কারণে অনেকেই অন্য অপারেটরের দিকে ঝুঁকছেন।

বিমান জেলা ব্যবস্থাপক জানান, তিনি স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করবেন। সিলেটবাসীর এ সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা কামনা করেছেন আটাবের কর্মকর্তারা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়