ফাইল ছবি
জাতীয় গ্রিডে যুক্ত হলো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস। সিলেট গ্যাস ফিল্ডের হরিপুর ৭ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) বিকেল থেকে এ গ্যাস সরবরাহ শুরু হয়।
সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান জানান, পরিত্যক্ত তেলকূপে ওয়ার্কওভার চলাকালে গত মাসে আলাদা দুটো গ্যাসের স্তরের সন্ধান মিলে। সর্বশেষ ২২ অক্টোবর সিলেটের হরিপুরে ৭ নম্বর কূপের ওয়ার্কওভার চলাকালে ১২০০ মিটার গভীরতায় দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস। গত ১৪ অক্টোবর ২০১০ মিটার গভীরতায় পরীক্ষা চালিয়ে ৬ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রবাহের বিষয়টি নিশ্চিত করা হয়।
পরবর্তীতে আরও পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর ১২০০ মিটারের স্তর থেকে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ বেলা সাড়ে ৩টা থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এখানে ৯০ থেকে ৯৪ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে। আগামী ১৫ বছর এখান থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা যেতে পারে।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।