বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার। ফাইল ছবি
বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। দীর্ঘ একমাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে বান্দরবানে পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
বুধবার (৬ নভেম্বর) বান্দরবান জেলাপ্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দীন এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
জেলা প্রশাসক জানান, এতে বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে পর্যটকরা বান্দরবানের মেঘলা নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি ও প্রান্তিক লেকসহ লামার আলিকদম ও নাইক্ষ্যংছড়ির দর্শনীয় স্থানগুলো ভ্রমণে যেতে পারবেন।
জেলা প্রশাসক আরও জানান, তবে এখনও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলা। পর্যায়ক্রমে সেগুলোও পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
এর আগে, গত ৮ অক্টোবর থেকে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলা ভ্রমণে নিরুৎসাহিত করে প্রশাসন। এরপর থেকে বন্ধ হয়ে যায় বান্দরবানের সব পর্যটন কেন্দ্র। বাতিল হয়ে যায় হোটেল মোটেলের বুকিং।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের তৎপরতা বেড়ে যায়। এ কারণে বান্দরবানের বিভিন্ন উপজেলায় দফায় দফায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। সবশেষ রুমা, রোয়াংছড়ি ও থানচিতে নিষেধাজ্ঞা থাকলেও এসব উপজেলায় পর্যটক ভ্রমণ উন্মুক্ত ছিল। গত ৮ অক্টোবর থেকে নিরাপত্তার কারণে এগুলোতেও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।