ছবি: আপন দেশ
সন্ত্রাসী ‘শুটার’ আনসার আহম্মদ রাহুল ও তার সহযোগী মো. আমিনুল ইসলাম নাঈমকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিলেটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সিলেট জেলার ওসমানীনগর থানার বড় হাজিরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে র্যাব-৯ সিলেট।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার ওসমানীনগর থানার বড় হাজিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় এদের নামে মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সৈয়দপুর মেজরটিলা গ্রামের উনাই মিয়ার ছেলে আনসার আহম্মদ রাহুল (৩০), ইসলামপুর কলোনী মেজরটিলা গ্রামের আলমগীর হোসেন ছেলে মো. আমিনুল ইসলাম নাঈম (২৩)।
উল্লেখ্য, আনসার আহম্মদ রাহুল ‘শুটার’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।