Apan Desh | আপন দেশ

প্রাকৃতিক বনায়নে সামাজিক বনায়ন হবে না: রিজওয়ানা হাসান

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৮, ৬ নভেম্বর ২০২৪

প্রাকৃতিক বনায়নে সামাজিক বনায়ন হবে না: রিজওয়ানা হাসান

ছবি: আপন দেশ

প্রাকৃতিক বনে সামাজিক বনায়ন হতে পারে না। প্রাকৃতিক বন রক্ষা করা আমাদের দায়িত্ব। সামাজিক বনায়ন হলে গাছ কেটে উপকারভোগীদের মধ্যে পয়সা বিতরণ করা হয়।বনবিভাগের প্রাথমিক দায়িত্ব পয়সা বিতরণ করা না। তাদের দায়িত্ব হচ্ছে প্রাকৃতিক বনকে রক্ষা করা। এ মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (৬ নভেম্বর) টাঙ্গাইল পৌর শহরের ব্যুরো বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিবেশের ওপর আলোচনায় রিজওয়ানা হাসান আরও বলেন, বিদ্যুৎ অপচয় রোধে দিনবেলা লাইট বন্ধ করা হয়েছে। আমরা কেন দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার করব। যখন প্রাকৃতিক আলো রয়েছে?

তিনি ঢাকার বুড়িগঙ্গা নদী উদ্ধার নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, বুড়িগঙ্গার নিচে পলিথিনের স্তর জমে রয়েছে। তাই ড্রেজিং সম্ভব হচ্ছে না। প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা উচিত। একই সঙ্গে পলিথিনও।

রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ রক্ষা করা সবার দায়িত্ব। প্লাস্টিকের উৎপাদন বন্ধ করা হবে। প্লাস্টিকের বর্জ্য রোধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, ইটভাটার মাটি কোথা থেকে আসে সে বিষয়ে তথ্য জানাতে হবে। অনিয়মকারীদের নিবন্ধন বাতিল করা হবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শহীদুল হক, পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশীদ, রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন ও সবুজ পৃথিবীর নির্বাহী পরিচালক সহিদ মাহমুদ প্রমুখ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়