Apan Desh | আপন দেশ

মাদক মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৫, ৬ নভেম্বর ২০২৪

আপডেট: ২০:৪৬, ৬ নভেম্বর ২০২৪

মাদক মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড

ফাইল ছবি

টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ নাজিমুদৌলা এ রায় দেন। 

রায়ে উজ্জ্বল হোসেনকে সাত বছর সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করে। একই সঙ্গে সেলিনা আক্তারকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাদের আরও ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

দণ্ডিতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার আগবেথৈর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে উজ্জ্বল হোসেন (৩৭) ও তার স্ত্রী সেলিনা আক্তার (২৭)।

এ বিষয়ে টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান, টাঙ্গাইল সদর থানার পুলিশ ২০১৮ সালে আগবেথৈর গ্রামে অভিযান চালিয়ে উজ্জ্বল ও তার স্ত্রী সেলিনাকে গ্রেফতার করে।

উজ্জলের দেহ তল্লাশি করে ২০০ পিস ও সেলিনার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে টাঙ্গাইল সদর থানার এসআই আমির হামজা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতার হওয়ার পর থেকে উজ্জ্বল হোসেন কারাগারে রয়েছেন। তার স্ত্রী সেলিনা মামলা চলাকালে জামিন পেয়ে পলাতক রয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়