ছবি: সংগৃহীত
প্রায় এক মাসের নিষেধাজ্ঞার পর বান্দরবান জেলা এখন আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত। ক্ষতি পুষিয়ে নিতে ও চলতি মৌসুমে পর্যটন খাতকে চাঙ্গা করতে জেলা ব্যবসায়ীরা এক মাসব্যাপী বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদ এ ঘোষণা দেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক মো. নাছিরুল আলম। উপস্থিত ছিলেন হোটেল-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন মাস্টারসহ অন্যান্য নেতারা।
বক্তারা জানান, নিষেধাজ্ঞা তুলে নেয়ায় তারা পর্যটন খাতে ক্ষতি পূরণের প্রত্যাশা করছেন। এ সময়ে হোটেল-রিসোর্ট, রেস্টুরেন্ট ও ট্যুরিস্ট পরিবহনে বিশেষ ছাড় দেয়া হয়েছে। পর্যটকদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে আবাসিক হোটেলে ৩৫ শতাংশ, রিসোর্টে ২৫ শতাংশ, রেস্টুরেন্টে ১০ শতাংশ ও রিজার্ভ ট্যুরিস্ট পরিবহনগুলোতে ২০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে। এ ছাড় ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, বৃহস্পতিবার থেকে জেলা সদর, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণ আবারও শুরু করা হয়েছে। তবে নিরাপত্তার কারণে রুমা, থানচি ও রোয়াংছড়ি এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দেয়া হয়েছে।
গত ৮ অক্টোবর থেকে বান্দরবান জেলা প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করেছিল। সে সময়ে পর্যটন ব্যবসায়ী, গাইড, হোটেল মালিকসহ হাজার হাজার মানুষ চরম আর্থিক সমস্যায় পড়েন। কোভিড-১৯ পরবর্তী বান্দরবানে ২০২৩ সালের বন্যা ও পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএফের বিরোধী যৌথবাহিনীর অভিযানসহ নানা কারণে বারবার পর্যটন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
এ ছাড় বান্দরবানে পর্যটন ব্যবসা পুনরায় সচল হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।