বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা আটক। ছবি: সংগৃহীত
পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর ফরাজীকে (৪৮) আটক করা হয়েছে। এ সময় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার সুবিদখালি তিন রাস্তার মোড় সংলগ্ন এলাকায় তার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর ফরাজী উত্তর সুবিদখালী গ্রামের বাসিন্দা মোতালেব ফরাজীর ছেলে।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ নভেম্বর ভোরে মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাতের নেতৃত্বে যৌথ বাহিনী জাহাঙ্গীর ফরাজীর বাড়িতে অভিযান চালায়। সেনাবাহিনীর ৫২ স্বতন্ত্র এমএলআরএস ব্যাটারী আর্টিলারি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলিসহ জাহাঙ্গীর ফরাজীকে আটক করে। পরে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত লক্ষ্যে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী দেশব্যাপী যে অভিযান পরিচালনা করছে, তারই ধারাবাহিকতায় এ অভিযান। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্র-গুলি কীভাবে ব্যবহার করতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।