ছবি: আপন দেশ
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নগর জলফৈ গ্রামে প্রায় অর্ধশত পরিবার ২৮ বছর ধরে অমানবিক কষ্টে জীবনযাপন করছে। এখানে বাস করা মানুষদের একমাত্র যাতায়াতের মাধ্যম হচ্ছে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের বাউন্ডারি ওয়ালের নীচ দিয়ে হামাগুড়ি যাওয়া।
এ পরিবারের সদস্যরা বাড়িতে প্রবেশ করতে হামাগুড়ি ছাড়া অন্য কোনো উপায় নেই। ২৮ বছর ধরে এ দুর্ভোগের সমাধান করতে পারেনি স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদ।
ভুক্তভোগী আব্দুল বাতেন খান মনা বলেন, আমরা প্রায় ৫০ পরিবার এখানে বসবাস করছি। দীর্ঘ ২৮ বছর ধরে এ অবস্থায় আছি। বয়স্করা বিশেষ কষ্টে রয়েছেন। তাদের জন্য এ পথ দিয়ে চলাচল আরও কঠিন হয়ে পড়েছে।
অরিন খান নামে এক ভুক্তভোগী বলেন, আমরা কয়েকবার উপজেলা পরিষদ ও ইউএনও'র কাছে আবেদন জানিয়েছি। কিন্তু কোনো ফল পাইনি। রাস্তার কাজের কথা বলে অনেক প্রতিশ্রুতি দেয়া হয়েছে। তবে কাজ কখনো শুরু হয়নি।
তিনি আরও বলেন, এখানে কোনো একজনের মৃত্যু হলেও মৃতদেহও বাউন্ডারির নীচ দিয়ে হামাগুড়ি করে নিয়ে যেতে হয়। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি।
করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু বলেন, আমি রাস্তা নির্মাণের জন্য চেষ্টা করছি। তবে কাজ শুরু করা সম্ভব হয়নি। এ সমস্যার সমাধানে আমি ভুক্তভোগীদের পাশে থাকবো।
এ বিষয়ে সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন শরীফ বলেন, এটি খুবই দুঃখজনক। ‘নতুন ইউএনও আসবে’ আশা করি তিনি দ্রুত সমাধান করবেন। আমি যদি কিছু করতে পারি ‘অবশ্যই করবো’।
এ অবস্থায় স্থানীয়দের দাবি দ্রুত রাস্তা নির্মাণ করে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করা হোক।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।