Apan Desh | আপন দেশ

আ.লীগ নেতার মেয়ে নিয়ে ছাত্রলীগ নেতা লাপাত্তা

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ০৪:১১, ১০ নভেম্বর ২০২৪

আ.লীগ নেতার মেয়ে নিয়ে ছাত্রলীগ নেতা লাপাত্তা

শা্ওন ও স্কুল পড়ুয়া মেয়ে। ছবি: সংগৃহীত

আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহমেদ ভূঁইয়ার স্কুলপড়ুয়া (১৪) মেয়েকে নিয়ে ড্রাইভার শেখ শাহজালাল শাওন উধাও। আর সুমন ভূইয়া আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। শাওন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা। ঢাকা জেলা উত্তর শাখার সহ-সভাপতিও তিনি।   

২৮ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিটের ঘটনা এটি। তবে  তা চাউর হয়েছে শনিবার (৯ নভেম্বর) বিকেলে।

মেয়ের মা জেসমিন আক্তার বাদী হয়ে ৩ জনকে আসামি করে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাতে বলা হয়েছে,তার মেয়ে (১৪) সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে নবম শ্রেণীতে পড়ে। নাবালিকা মেয়েকে প্রেমের প্রস্তাব ছাত্রলীগ নেতা শেখ শাহজালাল শাওন। প্রেমপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে জোর করে তুলে নিয়ে গেছেন।

গত ২৮ অক্টোবর সকালে বাসা থেকে রিকশাযোগে স্কুলে যাওয়ার পথে জামগড়া চৌরাস্তা সড়কে পৌঁছালে তার গতিরোধ করে সেখান থেকে অজ্ঞাত একটি প্রাইভেটকারে অপহরণ করে শাওন। দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে মুঠোফোনে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল শাওন। ভুক্তভোগীর মা জেসমিন আক্তার জানান, আমার মেয়েকে মাঝে মধ্যেই বিরক্ত করতো শাওন। পরে বিষয়টি শাওনের মা শাহানাজ সুলতানা ও শাওনের বোন সুপানকে শাসন করতে বলা হলে তারা উল্টো ক্ষিপ্ত হয়। আমার ধারণা, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে গেছে। 

প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যেয়ে অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের কোনো সন্ধান পাইনি। বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

ইয়ারপুর ইউনিয়নের জামগড়া চেয়ারম্যানের এক প্রতিবেশী জানান, ছাত্রলীগ নেতা শেখ শাহজালাল শাওনের সঙ্গে ভুক্তভোগীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। শাওন এক সময় চেয়ারম্যান সুমন আহমেদ ভুঁইয়ার ড্রাইভার ছিল। শাওনের আর্থিক অবস্থা মেয়ের পরিবারের তুলনায় খারাপ হওয়ায় তার সঙ্গে বিয়ে দিতে রাজি হয়নি। ৫ আগস্টের পর আওয়ামী লীগ নেতা সুমন আহমেদ ভূঁইয়ার নামে একাধিক হত্যা মামলা হওয়ায় তিনি পলাতক রয়েছেন। এ সুযোগে প্রেমিক-প্রেমিকা পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে থাকতে পারে। 

এব্যাপারে আশুলিয়া থানার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়