Apan Desh | আপন দেশ

সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বারসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:৫৮, ১০ নভেম্বর ২০২৪

সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বারসহ আটক ১

ছবি: আপন দেশ

ভারত থেকে স্বর্ণ পাচারের সময় সাতক্ষীরার ঝাউডাঙ্গা এলাকা থেকে ৩টি স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক করেছে বিজিবি। রোববার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় তাকে আটক করা হয়। 

আটককৃতের নাম মো. জাহাঙ্গীর হোসেন স্বপন (৫১)। তিনি ঢাকার রায়েরবাগ এলাকার বাসিন্দা। সে মৃত নুরুল হকের ছেলে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের তুজুলপুর এলাকায় ভারতে স্বর্ণ পাচার হতে পারে। এর ভিত্তিতে তলুইগাছা বিওপির হাবিলদার মো. মেজবাহ উদ্দিন রুবেলের নেতৃত্বে একটি অভিযান চালানো হয়। অভিযানকারী দল ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি স্লিপার কোচ (গাড়ী নম্বর ঢাকা মেট্টো-ব-১৩-১৮৭৯) থামিয়ে তল্লাশি করে।

এসময় জাহাঙ্গীর হোসেন স্বপনকে আটক করা হয়। তার কাছে ৩টি স্বর্ণের বার পাওয়া যায়। তার ডান পায়ের জুতার ভেতরে কচটেপ দিয়ে পেঁচানো ছিল স্বর্ণ। আটককৃত স্বর্ণের মোট ওজন ৪৭৩ গ্রাম ১২ মিলিগ্রাম। যার বাজার মূল্য প্রায় ৫৭ লাখ ৫৭ হাজার ৮৭০ টাকা। এ ছাড়া তার কাছ থেকে ২টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। যার মূল্য ২১ হাজার টাকা।

বিজিবি আরও জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ পাচারের অভিযোগ আছে। তাকে গ্রেফতার করে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। আটক স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়