ছবি: আপন দেশ
জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, উচ্চ মূল্যস্ফীতি দেশের সাধারণ মানুষের জন্য অসহনীয় পরিস্থিতি তৈরি করেছে। খাদ্যসামগ্রীর মূল্যস্ফীতি প্রায় ১২ ভাগের বেড়েছে। এতে জনজীবনে অস্থিরতা সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি জাতীয় রাজনীতির স্থিতিশীলতা ও সংস্কার কার্যক্রমকে ব্যাহত করছে। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের সমন্বিত উদ্যোগে মূল্যস্ফীতি কমানোর পদক্ষেপ নিতে হবে।
রোববার (১০ নভেম্বর) টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জাকের পার্টির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
হায়দার বলেন, দেশের ভেতর নানা চক্রান্ত চলছে। যাতে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়ে।
হায়দার ১৮ কোটি মানুষের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, সকল ধর্মের মানুষকে সমান অধিকার দেয়া উচিত। কাউকে ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করা উচিত হবে না।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন ১৮ কোটি মানুষের মৌলিক অধিকার। একটি সুষ্ঠু নির্বাচনই জনগণের অধিকার এবং মর্যাদা রক্ষা করবে।
টাঙ্গাইল পশ্চিম জেলা জাকের পার্টি সভাপতি এনানুল হক মঞ্জুর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জেলা পূর্ব জাকের পার্টি সভাপতি আব্দুল আজিজ খান অটল, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ চাদপুরী, সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়েদ মোল্লা, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদিকা রহিমা সিদ্দিকা রিপু প্রমুখ। এ সময় জাকের পার্টির জেলা ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।