Apan Desh | আপন দেশ

ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৪, ১৩ নভেম্বর ২০২৪

আপডেট: ১৪:০৯, ১৩ নভেম্বর ২০২৪

ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের

বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে শ্রমিকরা

টানা ৬০ ঘন্টা অবরোধের পর মহাসড়ক ছেড়েছিল পোশাক শ্রমিকরা। একদিন পরে আবারো আন্দোলনে নেমেছেন পোশাক শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে এবার গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন ‘তারা টেক্স’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে আটটা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা এলাকায় শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে এই অবরোধ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর গাজীপুরা এলাকায় তারা টেক্স নামক পোশাক কারখানার শ্রমিকরা গত অক্টোবর মাসের বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, অক্টোবর মাসের বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-মহাসড়ক অবরোধ করে রেখেছেন। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য কাজ করছে পুলিশ।

উল্লেখ্য, বকেয়া বেতনের দাবিতে গত শনিবার থেকে টানা তিনদিন ঢাকা-ময়মনসিংহ মহসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। সোমবার রাত সাড়ে দশটার দিকে তারা এই অবরোধ প্রত্যাহার করলে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়