স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, আমার হাতে চেরাগবাতি নেই, যে রাতারাতি সব কিছু বদলে ফেলবো। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বরিশালের পুলিশ লাইন মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি দেশের জনগণকে ধৈর্য ধরার আহবান জানিয়ে বলেন, ৫ আগস্টের পর পুলিশ নির্জীব ছিলো। তবে বর্তমানে পরিস্থিতি আগের চেয়ে অনেকটা উন্নতি হয়েছে।
তিনি বলেন, সবকিছু ঠিক হয়ে যাবে। সংস্কারে সবার সহযোগিতা কামনা করছি। এছাড়া তিনি সড়ক অবরোধ করে আন্দোলন করা প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে সড়ক অবরোধ করা উচিত নয়।
প্রেস ব্রিফিংয়ের আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বরিশালের সার্কিট হাউসে পৌঁছান। পরে সেখানে গার্ড অব অনার গ্রহণ করেন। পরে তিনি বরিশাল বিভাগের আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
এ সময় উপদেষ্টা বলেন, বরিশাল অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক জেলার তুলনায় ভাল। তিনি সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার দ্রুত হবে বলেও আশা প্রকাশ করেন।
ভারতের গণমাধ্যমের মিথ্যাচারের বিষয়ে তিনি বলেন, তাদের এমন আচরণে সত্যও মিথ্যাচারের মতো মনে হয়। এ বিষয়ে প্রতিবাদ জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।