Apan Desh | আপন দেশ

মুনতাহা হত্যার আসামি কুতুবজান বিবি মারা গেছেন

সিলেট প্রতিনিধি 

প্রকাশিত: ২১:০৭, ১৪ নভেম্বর ২০২৪

আপডেট: ২১:১৫, ১৪ নভেম্বর ২০২৪

মুনতাহা হত্যার আসামি কুতুবজান বিবি মারা গেছেন

শিশু মুনতাহা ও আসামি কুতুবজান বিবি।

সিলেটে আলোচিত শিশু মুনতাহা হত্যার এক আসামি মারা গেছেন। মারা যাওয়া আসামির নাম কুতুবজান বিবি (৯০)। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কানাইঘাট সদর ইউনিয়নের নিজ গ্রাম ছাউরায় তার মৃত্যু হয়।

কুতুবজান বিবি মুনতাহা হত্যা মামলার প্রধান অভিযুক্ত সাবেক গৃহশিক্ষিকা মার্জিয়ার নানী। মূলত মার্জিয়ার পরিবারের সদস্য হওয়ার কারণেই কুতুবজান বিবিকে আটক করে পুলিশ। তবে তাকে মূল অভিযুক্ত না করলেও বয়স বিবেচনায় পুলিশ তাকে স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমদের জিম্মায় দেয়। শারীরিক অসুস্থতার কারণে কুতুবজানকে সেলিম আহমদের ছোট ভাইয়ের জিম্মায় পাঠানো হয়েছিল। সেখানে অবস্থানকালেই আজ সকালে তার মৃত্যু ঘটে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুতুবজান মুনতাহা হত্যা মামলার আসামি নন। তবে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমদ বলেন, কুতুবজান শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলেন। চলাফেরা করতে পারতেন না। তাকে তার ছোট ভাইয়ের জিম্মায় দেয়া হয়েছিল। সেখানে তার মৃত্যু হয়।

এদিকে মুনতাহা হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া চার আসামির রিমান্ড চলছে। তদন্ত কর্মকর্তা এসআই শামসুল আরেফিন জিহাদ ভূঁইয়া জানান, আসামিরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে সেগুলো প্রকাশ করা যাচ্ছে না।

মুনতাহা হত্যার পেছনে ছিল মার্জিয়ার ক্ষোভ ও প্রতিশোধের পরিকল্পনা। মার্জিয়া যার সঙ্গে মুনতাহা প্রাইভেট পড়তো, তাকে বাদ দেয়ার পর ক্ষুব্ধ হয়ে শিশুটিকে অপহরণ করে হত্যা করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়