Apan Desh | আপন দেশ

নিখোঁজ কৃষকের মরদেহ মিলল বিলে

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৩, ১৫ নভেম্বর ২০২৪

আপডেট: ১৯:৩৪, ১৫ নভেম্বর ২০২৪

নিখোঁজ কৃষকের মরদেহ মিলল বিলে

কৃষকের মরদেহ দেখতে বিলে উৎসুক জনতার ভিড়। ছবি: আপন দেশ

পাবনার চাটমোহরে নিখোঁজের একদিন পর বিলে ভেসে ওঠা মরদেহের সন্ধান মিলেছে৷ শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর উপজেলার দুবলিয়ার বিল থেকে কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে বিলে নিজের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে নেমে নিখোঁজ হন তিনি। 

মৃতের নাম গোলজার হোসেন (৫০)। উপজেলার বোয়ালমারী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা তিনি। পেশা কৃষিকাজ। এ তথ্য নিশ্চিত করেছেন চাটমোহর থানার ওসি মনজুরুল আলম।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে বোয়ালমারী গ্রামের খলিসাগারি বিলে নিজের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে নামেন গোলজার হোসেন। একপর্যায়ে বিলের পানির স্রোতে তলিয়ে যান তিনি। তারপর থেকেতাঁর কোনো খোঁজ মেলেনি। শুক্রবার সকালে বিলের অপর প্রান্তে দুবলিয়ারর বিলে তার মরদেহ ভেসে ওঠে। এ খবর মৃতের পরিবার ও পুলিশকে জানায় স্থানীয়রা। ঘটনাস্থল থেকে দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি মনজুরুল আলম বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়